ফিলিপিন্সের মধ্যাঞ্চলে দুই দিন আগে হওয়া ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে, জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি। মঙ্গলবার রাতে হওয়া এ ভূমিকম্পে আরও ২৯৪ জন আহত হয়েছেন বলে বৃহস্পতিবার সংস্থাটি এক প্রতিবেদনে জানিয়েছে। প্রতিবেদনটির বরাতে রয়টার্স জানিয়েছে, প্রাণহানির সবগুলো ঘটনাই মধ্যাঞ্চলীয় ভিসায়াসে নথিবদ্ধ করা হয়েছে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভিসায়াস অঞ্চলের সেবু প্রদেশের বোগো নগরীর উপকূলে। এর উৎপত্তি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে ভূমিকম্প পর্যবেক্ষক সংস্থাগুলো। এরপর থেকে বেশ কয়েকটি পরাঘাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে সবচেয়ে শক্তিশালীটি ৬ মাত্রার ছিল। ভূমিকম্পে পুরো অঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে যায় এবং শতাধিক বছরের পুরনো একটি গির্জাসহ বহু ভবন ও সেতু ধসে পড়ে। তবে ভূমিকম্পের পর সুনামির কোনো হুমকি তৈরি হয়নি। ভূমিকম্পে সেবুর উত্তরাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই...