আজ থেকে শারজায় শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এশিয়া কাপে আফগানদের হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছিল বাংলাদেশ।কয়েক দিনের ব্যবধানেই আবারও একই প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে টাইগাররা। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচ। টি-টোয়েন্টি ইতিহাসে এখন পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। আফগানরা জিতেছে ৭ ম্যাচে, বাংলাদেশ জিতেছে ৬টিতে। তবে সাম্প্রতিক সময়ে পাল্লা ভারি টাইগারদের। শেষ চার ম্যাচে কেবল একবার হেরেছে তারা। সিলেটে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার লক্ষ্য সেই ধারাবাহিকতা ধরে রাখা এবং হেড-টু-হেড রেকর্ডে সমতা ফেরানো। এশিয়া কাপে ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী স্পষ্ট জানিয়েছেন, দলের মূল ফোকাস ব্যাটিং ইউনিটের পারফরম্যান্সে। সিরিজের অধিনায়ক বলেন, ‘ব্যাটিং ব্যর্থতার কারণেই আমরা টুর্নামেন্টে (এশিয়া কাপ) ভুগেছি। তাই এই...