গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ওপর ইসরায়েলি নৌবাহিনীর হামলার সময় ২৪ জন তুর্কি নাগরিককে আটক করার ঘটনায় একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ইস্তাম্বুল চিফ পাবলিক প্রসিকিউটর’স অফিস। বৃহস্পতিবার(২ অক্টোবর) প্রসিকিউটর অফিস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের। বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক জলসীমায় মানবিক সহায়তাবাহী নৌবহরে ইসরায়েলি নৌবাহিনীর হামলার পর আটক হওয়া তুর্কি নাগরিকদের ঘটনাকে কেন্দ্র করে এ তদন্ত শুরু হয়েছে। তদন্তটি চলছে জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন, ফৌজদারি কার্যবিধির ১৫ নম্বর ধারা এবং তুর্কি ফৌজদারি আইন কোডের ১২ ও ১৩ ধারার অধীনে। এই তদন্তে অভিযোগগুলোর মধ্যে রয়েছে--অবৈধভাবে স্বাধীনতায় হস্তক্ষেপ, নৌযান ছিনতাই বা জবরদখল, অস্ত্রসহ ডাকাতি, সম্পত্তির ক্ষতি ,নির্যাতন এবং ২২৩ আন্তর্জাতিক কর্মী আটক। ফ্লোটিলার আয়োজকরা জানিয়েছেন, গাজামুখী সাহায্য বহরে থাকা মোট ২২৩ জন আন্তর্জাতিক কর্মীকে ইসরায়েলি বাহিনী আটক করেছে। ফ্লোটিলা...