এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে ভারত। তবে মাঠে এসিসি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেয়নি তারা। ভারতের এমন কর্মকাণ্ডে তৈরি হয় তীব্র বিতর্ক। এবার এশিয়ার চ্যাম্পিয়নদের কড়া সমালোচনায় মেতেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।প্রোটিয়া এই ক্রিকেটার সাফ জানিয়ে দেন, ক্রিকেটের সঙ্গে কোনোভাবেই রাজনীতি মেশানো উচিত না। এই ধরনের ঘটনা ব্রিবতকর পরিস্থিতি তৈরি করে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে জানান, ভারতের এমন কাণ্ড পছন্দ হয়নি তার।এবি ডি ভিলিয়ার্স বলেন, ‘যিনি ট্রফি তুলে দিচ্ছিলেন তাকে নিয়ে ভারতীয় দল আসলে খুশি ছিল না। আমি মনে করি, খেলাধুলায় এর কোনো স্থান নেই। রাজনীতি আলাদা, খেলাধুলা আলাদা। খেলাধুলাকে তার নিজস্ব আনন্দের জায়গা থেকে উদ্যাপন করা উচিত, যা ঘটেছে তা সত্যিই দুঃখজনক। আশা করি ভবিষ্যতে এর সমাধান হবে।...