জনস্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কারের দাবিতে মরক্কোয় ছড়িয়ে পড়া জেনারেশন জি (জেন জি) আন্দোলন মঙ্গলবার রাতে ভয়াবহ সহিংসতায় রূপ নেয়। দক্ষিণাঞ্চলের একটি শহরে পুলিশ স্টেশনে হামলার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুইজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন শতাধিক। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিক্ষোভকারীরা ছুরি, পেট্রোলবোমা ও পাথর নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী গুলি ছোড়ে। রাতভর অভিযান চালিয়ে ৪০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষে ২৬৩ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ও অন্তত ২৩ জন সাধারণ নাগরিক আহত হয়েছেন। বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয়, দোকানপাট ও ব্যাংকের শাখা ভাঙচুর ও লুটপাট করে। আগুনে পুড়ে যায় ১৪২টি সরকারি গাড়ি ও ২০টি ব্যক্তিগত যানবাহন। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ‘জেন জি ২১২’ নামে একটি অনলাইন সংগঠন, যারা মূলত টিকটক,...