লিটন দাস খেলবেন কি খেলবেন না—এশিয়া কাপে বাংলাদেশের শেষ দুই ম্যাচের আগে এই প্রশ্নটি ঘুরেফিরে এসেছে। আজ শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অবশ্য এই প্রশ্ন তোলার সুযোগ নেই। লিটন চোটের কারণে আগেই দেশে ফিরেছেন। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন জাকের আলী। জাকেরের নেতৃত্বে আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে? এশিয়া কাপের ফাইনালে ওঠার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তানজিদ হাসানকে একাদশের বাইরে রেখেছিল বাংলাদেশ। ওপেন করেছিলেন পারভেজ হোসেন ও সাইফ হাসান। এশিয়া কাপে দারুণ ব্যাট করায় সাইফের একাদশে থাকা মোটামুটি নিশ্চিতই। তবে তাঁর সঙ্গে তানজিদ নাকি পারভেজ ওপেন করবেন, সেটি একটি প্রশ্ন। তবে আফগানিস্তানের বিপক্ষে আজ একাদশে ফিরতে পারেন তানজিদ। এশিয়া কাপে আফগানদের বিপক্ষে ফিফটি করেছিলেন বাঁহাতি এই ওপেনার। তেমন কিছু দেখা গেলে পারভেজ...