এখন প্রশ্ন হলো, কীভাবে সারাদিনের ডেটা বাঁচিয়ে রাখবেন? কী করলে সারাদিন ডেটা চলবে এবং জরুরি কাজও হবে? নিচে দেওয়া চারটি কৌশল মেনে চললে আপনি চিন্তা ছাড়াই সারাদিন ডেটা ব্যবহার করতে পারবেন। বারবার ডেটা রিচার্জের প্রয়োজন হবে না, আর আপনার সব কাজও হয়ে যাবে। যেসব অ্যাপ বেশি ডেটা খরচ করে, সেগুলোর ব্যবহার কমিয়ে দিন। অনেকেই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ভিডিও দেখে প্রচুর ডেটা খরচ করে ফেলেন। এছাড়াও যেসব অ্যাপে বেশি বিজ্ঞাপন দেখায়, সেগুলো ব্যবহার করা এড়িয়ে চলুন। ডেটা ব্যবহারের সীমা সেট করাটা দারুণ কার্যকর একটি কৌশল। এর জন্য আপনাকে ডেটা ব্যবহারের বিকল্পে (Data Usage Option) যেতে হবে। সেখানে তথ্য কাট-অফ (Information...