গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে যাত্রা করা আন্তর্জাতিক নৌকাবহরের অন্তত ১৪টি নৌযান ইসরায়েলি বাহিনী আটক করেছে। বুধবার রাতে এ খবর ছড়িয়ে পড়তেই ইতালির বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রোম, মিলান, ন্যাপলস ও জেনোয়ায় শ্রমিক সংগঠনগুলো বন্দর ও রেললাইন অবরোধ করে বিক্ষোভ করে। ফ্লোটিলাটিতে প্রায় ৪০টিরও বেশি নৌযান অংশ নেয়, যাতে প্রায় পাঁচশ মানবাধিকারকর্মী ও স্বেচ্ছাসেবক ছিলেন। তাদের মধ্যে পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। উদ্দেশ্য ছিল গাজার মানুষের জন্য খাদ্য ও চিকিৎসাসামগ্রী পৌঁছে দেওয়া। কিন্তু ইসরায়েলি নৌবাহিনী জাহাজগুলো থামিয়ে দেয় এবং যাত্রীদের আটক করে। এ ঘটনায় ইতালির শ্রমিক ইউনিয়নগুলো তীব্র প্রতিবাদ জানায়। তারা বৃহস্পতিবার দেশজুড়ে ধর্মঘট ও আন্দোলনের ডাক দেয়, যার প্রভাব পড়ে রেল ও বন্দর কার্যক্রমে। আন্দোলনকারীদের দাবি, ইসরায়েল আন্তর্জাতিক নৌআইন ভঙ্গ করেছে এবং মানবিক উদ্যোগকে দমন করেছে। এদিকে ইতালির পররাষ্ট্রমন্ত্রী...