ঢাকা: জনপ্রিয় মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট এবার ঘোষণা দিয়েছে, ব্যবহারকারীদের তাদের পুরোনো ছবি ও ভিডিও সংরক্ষণের জন্য অর্থ দিতে হবে। এই খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সেইসব ব্যবহারকারী, যারা দীর্ঘদিন ধরে নিজেদের পোস্টের বড় আর্কাইভ সংরক্ষণ করে আসছিলেন। খবর বিবিসির।২০১৬ সালে চালু হওয়া 'মেমোরিজ' ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই পুরোনো পোস্ট সংরক্ষণ করতে পারতেন। তবে নতুন নিয়ম অনুযায়ী, যেসব ব্যবহারকারীর সংরক্ষিত মেমোরিজ ৫ গিগাবাইটের বেশি, তাদের জন্য তা পেইড সাবস্ক্রিপশন-এর আওতায় আসবে।স্ন্যাপচ্যাটের মূল প্রতিষ্ঠান স্ন্যাপ জানিয়েছে, এই স্টোরেজ প্ল্যানের খরচ ব্রিটেনের ব্যবহারকারীদের জন্য এখনও নির্ধারিত হয়নি। তবে এটি ধাপে ধাপে বিশ্বজুড়ে চালু করা হবে বলে জানানো হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করেছেন এবং কোম্পানিকে 'লোভী' হিসেবে আখ্যায়িত করেছেন। স্ন্যাপ স্বীকার করেছে, 'ফ্রি সেবা থেকে অর্থ দিয়ে সেবা নেওয়া কখনোই সহজ নয়।'তবে আশা...