ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই শুবমান গিল এক অদ্ভুত দুর্ভাগ্যের শিকার। অধিনায়কত্বের প্রথম ম্যাচ থেকেই টসে হারের ধারা চলছে। আজ আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও একই চিত্র দেখা গেল। সিরিজ শুরুর টেস্টে টস হেরে গেলেন গিল। ফলে অধিনায়ক হিসেবে প্রথম ছয় টেস্টেই টসে হার দিয়ে শুরু করতে হলো তাঁকে। ক্রিকেট ইতিহাসে এমন নজির খুব কমই আছে। ক্রিকবাজের পরিসংখ্যান বলছে, অধিনায়কত্বের শুরুতে টস হারের দিক থেকে এখন শীর্ষে আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক বেভান কনডন। ১৯৭২ সালে অধিনায়কত্বের প্রথম সাত টেস্টেই টসে হেরেছিলেন তিনি। গিল যদি ১০ অক্টোবর দিল্লিতে সিরিজের দ্বিতীয় টেস্টেও টসে হেরে যান, তাহলে ছুঁয়ে ফেলবেন সেই অনাকাঙ্ক্ষিত রেকর্ড। গিলের সঙ্গে আরও কয়েকজন বড় তারকার নাম জড়িয়ে আছে এই তালিকায়। নিউজিল্যান্ডের টম ল্যাথামও অধিনায়ক হিসেবে প্রথম ছয় টেস্টেই...