বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটার একাধিক এলাকায় বুধবার সন্ত্রাসীদের গোপন আস্তানায় যৌথ বাহিনী অভিযান শুরু হলে পাল্টা প্রতিরোধে ব্যাপক গোলাগুলিতে অন্তত ২১ জন নিহত হয়। গোপন তথ্যের ভিত্তিতে আঘবার্গ এলাকায় সন্ত্রাসীদের সম্ভাব্য আস্তানায় অভিযানের শেষে ঘটনাস্থল থেকে অন্তত ১৩ জনের মরদেহ, সয়ংক্রিয় অস্ত্র আর গোলাবারুদ উদ্ধার করে যৌথ বাহিনী। একইদিন শেরানি জেলায় আলাদা অভিযানে নিহত হয় অন্তত ৮ সন্দেহভাজন জঙ্গি। এরমধ্যে ১৩ জনকে ফিতনা আল খারেজি ও ফিতনা আল হিন্দুস্তানের সদস্য দাবি করে বিবৃতি দিয়েছে আইএসপিআর। খুজদার এলাকায় নারীদের পোশাক পরে পালানোর সময়...