দেশের নিরাপত্তা ও প্রতিবেশী অঞ্চলের অস্থিতিশীলতা নিয়ে সতর্ক করেছেন ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগওয়াত। তিনি বলেন, নেপাল ও বাংলাদেশে সাম্প্রতিক হিংসাত্মক রাজনৈতিক বিশৃঙ্খলা শুধু সেই দেশগুলোকে দুর্বল করছে না, বরং বিদেশি হস্তক্ষেপের সুযোগও সৃষ্টি করছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) নাগপুরে আয়োজিত এক সমাবেশে ভাষণে এ কথা বলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এই অনুষ্ঠানে ২১,০০০-এরও বেশি স্বয়ংসেবক অংশ নেন। ভাগওয়াত বলেন, যখন নেতা জনগণের কাছ থেকে দূরে সরে যান, তখনই অসন্তোষের বীজ রোপিত হয়। বাংলাদেশ ও নেপালে যা ঘটছে, তা কোনো পক্ষকেই লাভবান করছে না। ড. বি.আর. আম্বেডকারের উদ্ধৃতি দিয়ে তিনি সতর্ক করে বলেন, হিংসার পথে কোনো পরিবর্তন আনা যায় না। এটি কেবল বিশৃঙ্খলার সৃষ্টি করে-এটাই ‘অরাজকতার ব্যাকরণ’। ভাগওয়াতের মতে, নেপালের...