নিজস্ব প্রতিবেদক: এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশে এনভয় টেক্সটাইলস লিমিটেডের সঙ্গে ৩০ মিলিয়ন ডলারের একটি সাসটেইনেবিলিটি-লিঙ্কড ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তিটি ২০২২ সালের টেক্সটাইল উৎপাদন প্রকল্পের ফলো-অন পদক্ষেপ হিসেবে এনভয়ের সঙ্গে সম্পাদিত হয়েছে। বৃহস্পতিবার (০২ অক্টোবর) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি জানায়, সাসটেইনেবিলিটি-লিঙ্কড লোন হলো পারফরম্যান্স-ভিত্তিক ঋণ ব্যবস্থা, যেখানে ঋণগ্রহীতার পূর্বনির্ধারিত টেকসই কর্মক্ষমতা লক্ষ্য অর্জনের ভিত্তিতে শর্তাবলী নির্ধারিত হয়। এনভয়ের ক্ষেত্রে নির্বাচিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ছাদের সোলার প্যানেলের মাধ্যমে মোট ইনস্টল করা বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস। ঋণের অর্থ ব্যবহার করা হবে জামিরদিয়ায় এনভয়ের উৎপাদন কারখানায় একটি নতুন স্পিনিং ইউনিট ডিজাইন ও নির্মাণে, যা বার্ষিক সুতা উৎপাদন ক্ষমতা বাড়াবে। পাশাপাশি কারখানায় ৩.৫ মেগাওয়াট পিক ক্ষমতার রুফটপ সোলার প্যানেল স্থাপন এবং স্বল্পমেয়াদি স্থানীয় ওয়ার্কিং...