নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের বেসরকারি খাতের শীর্ষ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে আবারও বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। চাকরি বিধি লঙ্ঘনের অভিযোগ এবং দক্ষতা যাচাই প্রক্রিয়া অনুসরণ করে কর্তৃপক্ষ এবার একসঙ্গে আরও ২০০ কর্মীকে অব্যাহতি দিয়েছে। এর আগে চলতি সপ্তাহের শুরুতেও প্রথম দফায় ২০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছিল। এর ফলে মাত্র কয়েক দিনের ব্যবধানে ব্যাংকটিতে মোট ৪০০ কর্মী চাকরি হারালেন। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মীদের দক্ষতা যাচাই এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা নিশ্চিত করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-এর তত্ত্বাবধানে একটি বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়, যার ভিত্তিতেই এই পুরো প্রক্রিয়া শুরু হয়। • পরীক্ষার ফলাফল: মোট ৪১৪ জন কর্মকর্তা-কর্মচারী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এদের মধ্যে প্রায় ৮৮ শতাংশ বা ৩৬৪...