গতকাল ১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৯০ সালে এই দিনটিকে স্বীকৃতি দেয় এবং ১৯৯১ সাল থেকে এটি প্রতি বছর পালিত হয়ে আসছে। এই দিনটি প্রবীণ নাগরিকদের অমূল্য অবদান, তাদের প্রজ্ঞা ও মর্যাদা তুলে ধরার পাশাপাশি তাদের সম্মুখীন হওয়া চ্যালেঞ্জগুলো মোকাবিলায় উৎসর্গীকৃত। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যেমনটি বলেছেন, ‘এই বছরের প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয় যে, প্রবীণ ব্যক্তিরা পরিবর্তনের শক্তিশালী চালিকাশক্তি। নীতি নির্ধারণ, বয়স-বৈষম্য দূরীকরণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তাদের কণ্ঠস্বর শোনা অত্যন্ত জরুরি।’ ২০২৫ সালের আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রতিপাদ্য হলো— ‘প্রবীণ ব্যক্তিরা স্থানীয় ও বৈশ্বিক কর্মকাণ্ডের চালিকাশক্তি: আমাদের আকাঙ্ক্ষা, আমাদের সুস্থতা এবং আমাদের অধিকার’। এই প্রতিপাদ্যটি স্থিতিস্থাপক ও ন্যায়সঙ্গত সমাজ গঠনে প্রবীণদের রূপান্তরমূলক ভূমিকাকে তুলে ধরে। প্রবীণরা কেবল সুবিধাভোগী নন, বরং স্বাস্থ্য সমতা, আর্থিক...