ভানু বাবুর জিলাপি এখন মাছির অভয়ারণ্য, চলে নাম মাত্র; রিক্ত হাঁক-ডাক। ঘোষভান্ডারের কারিগর রঞ্জুু মিয়া, একযুগ খেটে ঠাঁসা সাইনবোর্ডে এখন নিজেই কর্তাজিলাপির হাতও বেশ, সপ্তাহের অন্যদিন যেমন-তেমন, শুক্রবার কথা ছোঁয়ানো যায় না;তার আড়ম্বর বেচাকেনা। অধিকন্তু—শুদ্ধ-অশুদ্ধের বেড়াজালে বিনষ্ট ভানুর পরম্পরা। এই যে আমরা পুড়ে যাচ্ছি, নিশ্চিত হচ্ছি;...