ইন্দোনেশিয়ার সিদোয়ারজো শহরে একটি ইসলামিক আবাসিক স্কুল ধসে পড়ে ৫ জন শিক্ষার্থী নিহত ও শতাধিক আহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনো ৫৯ জন আটকে আছেন। গত সোমবার (২৯ সেপ্টেম্বর) দুইতলা ভবনটি ধসে পড়ে। তখন ভবনের ভেতরে শত শত শিক্ষার্থী ছিলেন, যাদের বেশিরভাগই কিশোর বয়সী ছেলে। উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ১৩ জনকে জীবিত অবস্থায় টেনে তুলতে সক্ষম হলেও, তাদের মধ্যে দুজন পরে হাসপাতালে মারা যান। ভবনের অস্থিতিশীল কাঠামোর কারণে উদ্ধার তৎপরতা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বৃহস্পতিবার ২ অক্টোবর ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা সংস্থা (বিএনবিপি) জানায়, থার্মাল ড্রোন ব্যবহার করেও ধ্বংসস্তূপের নিচে কোনো প্রাণের অস্তিত্ব শনাক্ত করা যায়নি। সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুযারিয়ান্তো বলেন,গতরাতে আমরা এলাকা একেবারে নীরব করে দেই, যাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে কোনো জীবনচিহ্ন ধরা যায়। কিন্তু বৈজ্ঞানিকভাবে কোনো সাড়া পাওয়া...