এশিয়া কাপের ফাইনাল শেষ হয়েছে চার দিন আগে। ভারত চ্যাম্পিয়ন হলেও এখনো হাতে পায়নি ট্রফি। কারণ, পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন সূর্যকুমার যাদব। সেই ঘটনা ঘিরেই চলছে তীব্র সমালোচনা। এবার সরাসরি মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ভারতের এই আচরণকে তিনি বলেছেন ‘বিশ্রী’। নাকভি শুধু পিসিবির চেয়ারম্যানই নন, একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। রাজনৈতিক টানাপোড়েনের কারণেই ভারতীয় দল তাঁর কাছ থেকে ট্রফি নিতে অস্বীকার করে। যা ডি ভিলিয়ার্সের চোখে খেলাধুলার মূল স্পিরিটকে কলঙ্কিত করেছে। তাঁর ভাষায়, “যিনি ট্রফি দিচ্ছিলেন তাঁকে নিয়ে ভারতীয় দল খুশি ছিল না। কিন্তু আমার মনে হয় না এটা খেলার অংশ। রাজনীতি একপাশে রাখা উচিত। খেলা হলো আনন্দের জায়গা। ভারত যা করেছে...