তমা মির্জা বলেন, আমি এখনো অভিনয় শিখছি। মনে হয় আমি কিছুই পারি না, প্রতিনিয়ত ভুল করছি। আরও ভালো করা উচিত। চেষ্টা করছি, দেখা যাক কি হয়। তিনি আরও যোগ করেন, আমি গান শুনতে অনেক পছন্দ করি। যখনই ফ্রি সময় পাই, মুভি না দেখলে গান শুনি। তবে গান গাইতে পারি না, আমার গানের গলা খুব খারাপ। রোমান্টিক, স্যাড বা কাওয়ালি—সবই ভালো লাগে, কিন্তু আমি নিজে গাইতে পারি না। তমা বলেন, অভিনয় হয়তো আল্লাহ আমাকে দিয়েছেন। গানের মতো গড-গিফট আমার কাছে দেওয়া হয়নি। অভিনয় দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করছি। ২০১০ সালে ‘বলো না তুমি আমার’ সিনেমার মধ্য দিয়ে তার চলচ্চিত্রে পথচলা শুরু...