যুক্তরাজ্যের ৩০ বছর বয়সি আইজ্যাক হার্ভি জন্মেছিলেন লিম্ব/পেলভিস হাইপোপ্লাসিয়া/অ্যাপ্লাসিয়া (এলপিএইচএ) সিনড্রোম নিয়ে। এটি একটি বিরল জেনেটিক সমস্যা, যার কারণে তার হাত নেই, পা আকারে ছোট, পেলভিস দুর্বল এবং মেরুদণ্ড বেঁকে গেছে। তবুও তিনি আজ দৃঢ়তা ও উচ্চাকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছেন। ২০১৫ সালে ১৪ হাজার ফুট ওপরে থেকে স্কাইডাইভ দিয়ে তার রোমাঞ্চকর যাত্রার সূচনা হয়। তবে সবচেয়ে বড় বাধা ছিল ঝাঁপ দেওয়া নয়, বরং এমন এয়ারফিল্ড খুঁজে পাওয়া যারা তার বিশেষ চাহিদা পূরণ করতে রাজি। যুক্তরাজ্যের একাধিক জায়গা প্রত্যাখ্যান করার পর অবশেষে যুক্তরাষ্ট্রে তিনি প্রয়োজনীয় সরঞ্জামসমৃদ্ধ একটি এয়ারফিল্ড খুঁজে পান। স্কাইডাইভের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, ভয় থাকলেও আকাশে উঠেই তা দৃঢ় সংকল্পে রূপ নেয়। এরপর থেকে তিনি স্কি, টল শিপে নৌভ্রমণসহ নানা রোমাঞ্চকর অভিযানে যুক্ত হয়েছেন। তবে শুধু অভিযানেই সীমাবদ্ধ নন,...