০২ অক্টোবর ২০২৫, ০২:৩০ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০২:৩০ পিএম মানবদেহে ঘাম হওয়া একেবারেই স্বাভাবিক একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তবে ঘামের সঙ্গে দুর্গন্ধ যুক্ত হলে তা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। বিশেষত, ত্বকের নিচে থাকা অ্যাপোক্রাইন গ্রন্থি থেকে তৈলাক্ত ক্ষরণ এবং ব্যাকটেরিয়ার সংস্পর্শে দুর্গন্ধ সৃষ্টি হয়। চিকিৎসকদের মতে, যদি দুর্গন্ধ অত্যন্ত তীব্র হয় বা দীর্ঘদিন স্থায়ী হয়, তবে তা শরীরের অন্য কোনো স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত হতে পারে এবং সে ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। অনেকেই ডিওডোরেন্ট বা সুগন্ধি ব্যবহার করে সাময়িকভাবে এ সমস্যা ঢাকার চেষ্টা করেন, কিন্তু এগুলো সবসময় কার্যকর নয়। গবেষণায় দেখা গেছে, নিয়মিত ডিওডোরেন্ট ব্যবহার করলে কিছু মানুষের ত্বকে জ্বালা বা অ্যালার্জিও হতে পারে। তাই প্রাকৃতিক উপায়ে ঘামের দুর্গন্ধ দূর করা নিরাপদ ও টেকসই সমাধান হতে পারে। বেকিং...