বাংলাদেশে খুব শিগগিরই প্রণীত হতে যাচ্ছে ‘ভূমি ব্যবহার স্বত্ব আইন’ এবং ‘ভূমি অপরাধ, প্রতিরোধ ও প্রতিকার আইন’। এই নতুন আইনের মূল লক্ষ্য হলো জমি সংক্রান্ত জালিয়াতি, প্রতারণা ও অবৈধ দখল রোধ করা। নতুন আইন অনুসারে ৭ ধরনের দলিল বাতিল ঘোষণা করা হয়েছে। যেসব দলিলে সাব-রেজিস্ট্রার অফিসারের বৈধ সিল বা স্বাক্ষর নেই এবং যা রেজিস্ট্রি হয়নি, সেই দলিল বাতিল হবে। উদাহরণস্বরূপ, বিক্রয় বা হেবা দলিল রেজিস্ট্রি না করলে আইনগত মূল্য থাকে না। বায়না দলিল: জমি ক্রয়ের আগের বায়না দলিল ৩০ দিনের মধ্যে রেজিস্ট্রি করতে হবে। বিক্রয় দলিল: রেজিস্ট্রি না হলে আইনগত স্বীকৃতি থাকবে না। হেবা, দান বা বন্ধক দলিল: এগুলোও রেজিস্ট্রি করতে হবে। উত্তরাধিকার সংক্রান্ত বাটোয়ারা বা আপোস বণ্টননামা দলিলও রেজিস্ট্রির আওতায় আসবে। জমির অতীত ২৫ বছরের মালিকানা ও ক্রয়-বিক্রয়ের সংক্ষিপ্ত...