বন্ধুত্ব থেকে প্রেম, আর সবশেষে বিয়ের মাধ্যমে টলিউডের অন্যতম জুটি সোহিনী সরকার ও শোভন গাঙ্গুলী এখন পুরোদস্তুর সংসারী। দীর্ঘদিন নিজেদের সম্পর্ক গোপন রাখলেও, বিয়ের পর থেকে এই যুগল তাঁদের ব্যক্তিগত জীবনের সুন্দর মুহূর্তগুলো প্রকাশ্যে আনতে বিন্দুমাত্র দ্বিধা করছেন না। আর এই প্রেম যে সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর হচ্ছে, তার প্রমাণ মিলল অভিনেত্রী সোহিনী সরকারের জন্মদিনে। প্রিয়তমা স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমকেই বেছে নিলেন গায়ক শোভন গাঙ্গুলী। শুধু শুভেচ্ছা নয়, ভালোবাসামাখা ক্যাপশনে শোভন যেন উজার করে দিলেন তাঁর আবেগ। সঙ্গে নিজেদের ঘোরাঘুরির কিছু আদুরে মুহূর্তের ছবিও ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। শোভন ক্যাপশনে লিখেছেন, ‘তার জন্য অপেক্ষাতে সকাল থেকে রাত, জলের মতো সহজ হয়েও সামলে রাখে আশেপাশের গাছপালা থেকে মানুষজনকে। জীবনে ভালো কিছু করার সুবাদে মেয়েটাকে পাওয়া, আর...