বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে একের পর এক নতুন ভূমিকায় দেখছে দর্শক। একাধিক ছবিতে নায়ক চরিত্রের খোলসে নেতিবাচক বা ভিলেনের চরিত্রে হাজির হয়েছেন তিনি। এ নিয়ে সমালোচকরা এবং নেটিজেনদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে সম্প্রতি নিজের ফেসবুকে লিখেছেন চলচ্চিত্র নির্মাতা সাফি উদ্দিন সাফি। তিনি সেখানে শাকিবকে ভিলেন হিসেবে উল্লেখ করেন। সাফি লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রে এখন হিরো নেই। যে হিরোকে দেশের কোটি কোটি মানুষ হৃদয়ে স্থান দিয়েছিল, সে এখন পর্দায় ভিলেন। ভিলেন মানুষের মন জয় করতে পারে না, বরং ঘৃণার জন্ম দিতে পারে। হিরো লক্ষ-কোটি মানুষের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে এবং যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকে।’ পরিচালক আরও মন্তব্য করেন, ‘দুঃখের বিষয়, সেই হিরো এখন ভিলেন চরিত্রে অভিনয় করছে। এটা কি দেশের যুব সমাজকে বিপথগামী করার ষড়যন্ত্র?’ যদিও...