এশিয়া পেরিয়ে জেন-জি বিক্ষোভে এবার উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো। কয়েকদিন ধরে চলা তরুণ প্রজন্মের (জেন জি) সরকারবিরোধী বিক্ষোভ এখন সহিংস রূপ নিয়েছে। বুধবার (১ অক্টোবর) দেশটির উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায় পুলিশ স্টেশনে হামলার সময় আইনশৃঙ্খলারক্ষী বাহিনীর গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, একদল বিক্ষোভকারী লাকলিয়ার একটি পুলিশ স্টেশনে হামলা চালায়, যার উদ্দেশ্য ছিল অস্ত্র লুটপাট করা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ও টিয়ারশেল ছোড়ে, এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। বিক্ষোভকারীরা থানা এবং পুলিশের যানবাহনে অগ্নিসংযোগ করেছে বলেও জানা গেছে। যদিও বিক্ষোভকারীদের অনেকের হাতে ছুরি ছিল, তবে পুলিশের গুলিবর্ষণে তারা তা ব্যবহারের সুযোগ পাননি। ক্রমবর্ধমান বেকারত্বের অবসান, দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা পরিষেবার মান বৃদ্ধির দাবিতে গত ২৮ সেপ্টেম্বর...