ঢাকা: অভিবাসন নীতি কঠোর করা এবং পারিবারিক পুনর্মিলনে শর্ত সংযোজনের বিধান রেখে আনা একটি সংশোধিত বিল অবশেষে অনুমোদন পেয়েছে পর্তুগালের পার্লামেন্টে।মঙ্গলবার (১ অক্টোবর) বামপন্থিদের তীব্র বিরোধিতা সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠ ডানপন্থি সদস্যদের সমর্থনে বিলটি পাস হয়। এর আগে পর্তুগিজ সরকার অভিবাসন আইন পরিবর্তনে একটি বিল পাস করায়, যা পরবর্তীতে দেশটির প্রেসিডেন্ট ভেটো দেন। প্রেসিডেন্টের আপত্তির প্রেক্ষিতে বিষয়টি সাংবিধানিক আদালতে পাঠানো হয়।আদালতের পর্যবেক্ষণে পারিবারিক পুনর্মিলন সংক্রান্ত কিছু বিষয়ে আপত্তি ওঠে, যার ফলে বিলটি আটকে যায়। পরবর্তীতে সরকার তাতে পরিবর্তন এনে সংশোধিত আকারে পুনরায় উত্থাপন করে। দীর্ঘ বিতর্ক এবং আলোচনার পর মঙ্গলবার সেই সংশোধিত বিলটি পার্লামেন্টে অনুমোদিত হয়।বিলের বিপক্ষে বামপন্থিরাবামপন্থি সব দলের আইনপ্রণেতারা এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন৷ কিন্তু তাতে বিলটিকে আটকানো যায়নি৷ সাংবিধানিক আদালতের কারণে বিলটিতে আগের চেয়ে কিছুটা শিথিলতা আনা হয়েছে৷ কিন্তু...