এইচএসসি পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতিতে ব্যস্ত কয়েক লাখ শিক্ষার্থী। চলতি (অক্টোবর) মাসের ১৯ তারিখের মধ্যেই এইচএসসির ফল প্রকাশ করা হবে। এরপর ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করবে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। তবে এ প্রক্রিয়ায় এবার বড় ‘বাধা’ ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন। এগিয়ে নিলে পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাবেন না শিক্ষার্থীরা। মূলত এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কখন নেওয়া হবে, তা নিয়ে বড় সংকট তৈরি হয়েছে। বিগত কয়েক বছর ধরে জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। এবার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তোড়জোড় শুরু হওয়ায় পরীক্ষার সময়সূচি এগিয়ে আনার চিন্তা-ভাবনা করছে বিশ্ববিদ্যালয়গুলো। নির্বাচনের কারণে এবার ভর্তি পরীক্ষা সব বিশ্ববিদ্যালয়ই এগিয়ে আনতে চাইছে। এখন দু-তিনটি বিশ্ববিদ্যালয় যদি ডিসেম্বরে পরীক্ষা নিতে চায়, তাহলে তো শিক্ষার্থীদের জন্য চাপ হয়ে যেতে পারে।-জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন...