ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় কয়েকদিন আগে একটি ইসলামিক বোর্ডিং স্কুল ধসে চাপা পড়া প্রায় ৬০ জনের মতো কিশোর বয়সীকে জীবিত উদ্ধারে এখনও প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তাদেরকে এখন সময়ের সঙ্গে পাল্লা দিতে হচ্ছে বলে বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাজধানী জাকার্তা থেকে ৪৮০ মাইলের মতো পূর্বে অবস্থিত পূর্ব জাভার সিদোয়ারজো শহরে সোমবার আল খোজিনি স্কুলটি ধসে পড়ে। ভিত্তি দুর্বল হওয়ায় উপরের তলায় নির্মাণ কাজের ভার নিতে পারেনি ভবনটি। এক পর্যায়ে সেটি ধসে পড়লে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নামাজ পড়ারত কয়েক ডজন শিক্ষার্থী। স্কুলের অনুপস্থিতি তালিকা ও পরিবারগুলোর দেওয়া নিখোঁজ শিক্ষার্থীর তথ্যের ভিত্তিতে ধ্বংসস্তূপের নিচে এখনও ৫৯ জন আটকা আছে বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি। অনুসন্ধান ও উদ্ধার সংস্থার...