ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা ছড়িয়ে পড়েছে খেলার মাঠেও। বিশ্বে এবারই প্রথম বোধহয়, হাত না মিলিয়ে মাঠ ছেড়েছে দুই দল। এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানোর ঘটনা আলোড়ন তুলেছিল ক্রিকেট বিশ্বে। সেই ঘটনার রেশ না কাটতেই আবারো একই ঘটনার পুনরাবৃত্তি করতে যাচ্ছে ভারত। গত ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। নারী ক্রিকেটের বৈশ্বিক এই আসর বসেছে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায়। আট দলের বিশ্বকাপে প্রত্যেকেই নিজেদের বিপক্ষে মুখোমুখি হবে। ভারত-পাকিস্তানের সেই লড়াই মাঠে গড়াবে আগামী ৫ অক্টোবর। এই ম্যাচেও ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবে না বলে জানা গেছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এশিয়া কাপে ছেলেদের মতো নারী বিশ্বকাপেও ফাতিমা সানাদের সঙ্গে হাত মেলাবে না হারমানপ্রিত কররা। পাকিস্তানের সঙ্গে ফটো শুটেও অংশ নিবে না ভারতীয় দল। বিসিসিআইয়ের এক...