প্রথম ওভারে ছক্কা সাব্বর হোসেনের ব্যাট থেকে, পরের ওভারে হাবিবুর রহমান সোহানের ব্যাটে। সেই যে শুরু হলো, আর থামাথামি নেই। চার-ছক্কার তাণ্ডবে রানের স্রোত বইয়ে দিলেন দুজন। মৌসুমে প্রথমবার ২০০ রান চলে এলো কেবল ১৫ ওভারেই। কিন্তু সেই রানের জোয়ার থমকে গেল বৃষ্টির ছোঁয়ায়। জাতীয় লিগ টি-টোয়েন্টির ১৭তম ম্যাচে এসে দেখা মিলল প্রথম দুইশ রানের দলীয় স্কোর। ইনিংসের তখনও পাঁচ ওভার বাকি। কিন্তু ইনিংসের বাকিটা তো বটেই, ম্যাচের বাকিটুকুও ভেসে গেল বৃষ্টিতে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে বৃহস্পতিবার সিলেটের বোলারদের তুলাধুনা করে ১৫ ওভারে ২০০ রান তোলে রাজশাহী। এরপর পরিত্যক্ত হয় খেলা। দুই ওপেনারের বিধ্ব্ংসী জুটিতেই গড়ে ওঠে বড় স্কোরের ভিত। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে নেতৃত্বের পাশাপাশি ইনিংস ওপেন করার দায়িত্ব পেয়ে ৩৫ বলে ৭৭ রানের ইনিংস...