নতুন জুতা পরতে কার না ভালো লাগে। তবে অনেক সময় নতুন জুতা পায়ে দিলে পায়ে ফোসকা পড়ে যায়। আবার পায়ের আঙুলে ব্যথা অনুভব হয়। এই সমস্যা কমবেশি প্রায় সবারই হয়ে থাকে। পায়ে ফোসকা পড়লে ২-৩ দিন হাঁটা চলা করাও কষ্টকর হয়ে দাঁড়ায়। তবে ঘরোয়া কিছু উপাদান পায়ের ফোসকা ও তার যন্ত্রণাকে রুখে দিতে পারে। আসুন জেনে নেওযা যাক ঘরোয়া কোন উপাদান পায়ের ফোসকা ও তার যন্ত্রণাকে দূর করবে - ১. পেট্রোলিয়াম জেলি ও নারিকেল তেলসাধারণত চামড়ার জুতাতেই ফোসকা বেশি পড়ে। তাই নতুন জুতা পরার আগের রাতে জুতার ভেতরের শক্ত অংশগুলোতে পেট্রোলিয়াম জেলি অথবা নারিকেল তেল ঘষে রাখুন। তাহলে জুতা কিছুটা নরম হবে। সকালে কাপড় দিয়ে মুছে সেই জুতা পরুন। বাইর থেকে ফিরে অবশ্যই পা পরিষ্কার করে ধুয়ে নিন। এতে ফোসকা...