আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির নারীরা নতুন কৌশলে নির্বাচনী মাঠে নামতে শুরু করেছেন। সরাসরি কোনো অঙ্গসংগঠন এ কাজে যুক্ত না থাকলেও, ‘নারী ও শিশু অধিকার ফোরাম’-এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের নারীদের সংগঠিত করে ধানের শীষের পক্ষে জনমত তৈরিতে কাজ করা হবে। বিএনপি নেতারা জানিয়েছেন, সরাসরি মহিলা দল মাঠে নামবে না। ফোরামের মাধ্যমে নারী ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হবে। ২০১৯ সালের আগস্টে আত্মপ্রকাশ করেছিল ‘নারী ও শিশু অধিকার ফোরাম’। এর আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং সদস্য সচিব ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। জামায়াতে ইসলামী ইতিমধ্যেই সারাদেশে তাদের মহিলা বিভাগের কর্মীদের মাঠে নামিয়েছে। ছাত্রী সংস্থার মেয়েরাও ভোটারদের কাছে যাচ্ছেন, নানা প্রতিশ্রুতি ও সহায়তার মাধ্যমে জনমত প্রভাবিত করার চেষ্টা করছেন। বিএনপির কয়েকজন নেতা জানান, নারী ভোটারদের...