ওষুধ কোম্পানিগুলো নানা কৌশলে তাদের উদ্দেশ্য হাসিল করছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।বৃহস্পতিবার (০২ অক্টোবর) সকালে গুলশান-বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে উচ্চরক্তচাপ (হাইপারটেনশন) বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন তিনি।স্বাস্থ্য উপদেষ্টা বলেন, তামাক আমাদের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। ওষুধ কোম্পানিগুলো বিভিন্ন কৌশলের মাধ্যমে নিজেদের লক্ষ্য পূরণ করছে এবং বিপুল মুনাফা অর্জন করছে। যদি আমরা তামাক নিয়ন্ত্রণে সফল হই, তবে চিকিৎসা খাতে ব্যক্তিগত পকেট থেকে যে ৭১ শতাংশ ব্যয় হয়, তা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ক্যানসারের মতো অসংক্রামক রোগই মূলত চিকিৎসা খরচ বাড়ার প্রধান কারণ।তিনি বলেন, উচ্চরক্তচাপ শুধু চিকিৎসক বা সরকারের একার দায়িত্ব নয়, এটি আমাদের সবার সমস্যা। হাইপারটেনশনের কারণ সম্পর্কে সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি। কিন্তু আমরা প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের...