ঘরের ভেতর রাখা গাছের যত্ন নেওয়া অনেকটা সম্পর্কের মতো। নিয়মিত পানি দেওয়া, আলো পাওয়া বা সঠিক পরিবেশ— সবকিছুই গাছের জন্য জরুরি। তবে একটি বিষয় অনেক সময় গুরুত্ব দেওয়া হয় না। তা হল গাছকে এক স্থান থেকে অন্য স্থানে সরানো। মনে হতে পারে, একই ঘরের ভেতর হোক বা নতুন বাসায় নিয়ে যাওয়া, এতে কোনো সমস্যা হবে না। তবে কিছু গাছ এতটাই সংবেদনশীল যে, সামান্য স্থান পরিবর্তনেই তারা বিরক্তি প্রকাশ করে। আর সেটা প্রকাশ পায় ঝরে পড়া পাতা, শুকিয়ে যাওয়া বা রং পরিবর্তনের মাধ্যমে। এ প্রসঙ্গে উদ্যানবিদ্যার বিশেষজ্ঞরা জানান, গাছের এই প্রতিক্রিয়া আসলে তাদের পরিবেশগত চাহিদার সঙ্গে জড়িত। স্থিতিশীলতা হারালে তারা দ্রুত চাপ অনুভব করে। রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে কোন গাছগুলো বেশি সংবেদনশীল। আর প্রয়োজনে তাদের কীভাবে নতুন পরিবেশে...