ম্যাচের ফলাফল বলবে, লড়াই হয়েছে তুমুল। একদম শেষ সময়ের গোল গড়ে দিয়েছে ব্যবধান। তবে আদতে ব্যবধানটা অনেক, তা অকপটেই বলছেন হান্সি ফ্লিক। পিএসজির কাছে পরাজয়ের পর প্রতিপক্ষের শেষ্ঠত্বই মেনে নিলেন বার্সেলোনা কোচ। নিজের দলকে সেই উচ্চতায় তুলে নেওয়ার আশাবাদও শোনালেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে বার্সেলোনাকে বুধবার তাদের মাঠেই হারায় পিএসজি। শুরুতে পিছিয়ে পড়া পিএসজি সমতা ফেরায় প্রথমার্ধেই। পরে ৯০তম মিনিটে গন্সালো রামোসের গোলে জিতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। স্কোরলাইনের মতো বল নিয়ন্ত্রণে রাখার সময় বা ম্যাচের নানা পরিসংখ্যানে দুই দল কাছাকাছিই। তবে পরিসংখ্যানে প্রকৃত চিত্র তো ফুটে ওঠে না অনেক সময়ই। পিএসজি জিতেছে উপযুক্ত পারফরম্যান্স দিয়েই। ম্যাচের পর সেই বাস্তবতাই ফুটে উঠ ফ্লিকের কণ্ঠে। নিজ দলকে পিএসজির পর্যায়ে নিয়ে যাওয়ার বিশ্বাসও অবশ্য আছে বার্সেলোনা কোচের। “আজকে আপনারা দেখেছেন, কোনোভাবেই বলা যায়...