ঢাকা: ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক হয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা, রকেট নির্মাতা স্পেসএক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই–এর শেয়ারমূল্য বৃদ্ধি পাওয়ায় এই আর্থিক মাইলফলক ছুঁতে সক্ষম হয়েছেন তিনি। বৃহস্পতিবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।ফোর্বস বিলিয়নিয়ার্স সূচকের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বুধবার স্থানীয় সময় দুপুরের পর মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৫০০.১ বিলিয়ন ডলার। যদিও দিন শেষে তা সামান্য কমে ৪৯৯ বিলিয়নের কিছু ওপরে নেমে আসে।সম্পদের এই অভূতপূর্ব বৃদ্ধির ফলে প্রযুক্তি দুনিয়ার অন্যান্য ধনকুবেরদের অনেকটাই পেছনে ফেলেছেন ইলন মাস্ক। তার মালিকানাধীন প্রতিটি ব্যবসার শেয়ারমূল্য ঊর্ধ্বমুখী হওয়ায় তার অবস্থান আরও দৃঢ় হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।ফোর্বসের সূচক অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী...