দ্রুততম অর্ধশত গোলের রেকর্ড তো আগেই করে ফেলেছেন আর্লিং হলান্ড। এবার আরেকটি রেকর্ডের দিকেও ছুটছেন তিনি, যে রেকর্ডটি লিওনেল মেসির। খুব বাজে ফর্মে না থাকলে সেই রেকর্ডটিও নিজের করে নেওয়া তার কেবল সময়ের ব্যাপার। তার পরও ঠিক খুশি নন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড। দল যে জিততে পারেনি! চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে বুধবার মোনাকোর মাঠে ২-২ গোলে ড্র করে ম্যানচেস্টার সিটি। হলান্ডের গোলে দুই দফায় এগিয়ে গিয়েও জিততে পারেনি পেপ গুয়ার্দিওলার দল। ১৫ তম মিনিটে প্রথম গোলটি করেন হলান্ড। মিনিট তিনেক পরই সমতা ফেরায় মোনাকো। প্রথমার্ধের শেষ দিকে আবার দলকে এগিয়ে দেন হলান্ড, যে ব্যবধান সিটি ধরে রাখে প্রায় শেষ পর্যন্ত। তবে ৯০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে পয়েন্ট আদায় করে মোনাকো। সিটির ফর্ম অধারাবাহিক হলেও হল্যান্ড মৌসুমের শুরুটা করেছেন অসাধারণ। ক্লাব ও...