০২ অক্টোবর ২০২৫, ০১:৩৬ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০১:৩৬ পিএম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতিটাই মুখ্য। আমাদের ইসলাম ধর্মে বলা আছে, ‘লাকুম দ্বিনুকুম ওয়ালিয়া দ্বিন’—যার যার ধর্ম, তার তার কাছে। মানবতাই ধর্ম, সেবাই ধর্ম। আমরা এই ধারণা মনে রাখলে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না। বৃহস্পতিবার (১ অক্টোবর) বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে স্থাপিত ‘গুলশান-বনানী পূজা প্যান্ডেল’ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, সারাদেশে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পূজা উদযাপন চলছে। আজ বিজয়া দশমী। বিষাদের সময়ে সবারই মন খারাপ হওয়ার কথা, কিন্তু এ কয়দিন সারাদেশে আনন্দ উচ্ছ্বাসের মধ্যেই পূজা উদযাপন হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এই আনন্দে অংশগ্রহণ করতে এখানে এসেছি। পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র লাল ভৌমিক ও...