বর্তমান যুগে ফেসবুক শুধু যোগাযোগ নয়, বিনোদন আর আত্মপ্রকাশের অন্যতম বড় মাধ্যম। তবে এখানে নিজের ব্যক্তিগত তথ্য অসতর্কভাবে শেয়ার করলে তা আনন্দের বদলে বড় ধরনের ঝুঁকি ডেকে আনতে পারে। তাই কিছু তথ্য কখনোই প্রোফাইলে প্রকাশ করা উচিত নয়। ১. জন্মতারিখঅনেকে নিজের জন্মতারিখ কিংবা পরিবারের সদস্যদের জন্মদিন প্রকাশ করেন। কিন্তু হ্যাকারদের জন্য এটি পাসওয়ার্ড ভাঙার সহজ উপায় হতে পারে, কারণ অনেকেই জন্মতারিখ দিয়েই পাসওয়ার্ড তৈরি করেন। ২. সম্পর্কের অবস্থা (Relationship Status)ব্যক্তিগত সম্পর্কের তথ্য পাবলিক করার দরকার নেই। বিশেষ করে ‘সিঙ্গেল’ লেখা থাকলে অবাঞ্ছিত ঝামেলায় জড়াতে পারেন। ৩. লোকেশন বা ভ্রমণের তথ্যকোথায় আছেন বা কোথায় যাচ্ছেন তা প্রকাশ করা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। প্রোফাইলে সবাই আপনার মঙ্গল কামনা করছে, এমন নিশ্চয়তা নেই। ৪. বাড়িতে একা থাকার তথ্যকখনোই...