অনেকেই জানতে চান, আসলে কারা গোপনে তাঁদের ফেসবুক প্রোফাইল দেখছে। বন্ধু তালিকার বাইরের মানুষও অনেক সময় আপনার ছবি বা পোস্ট দেখেন, যদিও কোনো লাইক বা কমেন্ট দেন না। বাজারে কিছু অ্যাপ পাওয়া যায়, যেগুলো দাবি করে কে আপনার প্রোফাইল ভিজিট করছে তা দেখাতে পারবে। কিন্তু এসব অ্যাপ নিরাপদ নয় এবং অধিকাংশ ক্ষেত্রেই নির্ভরযোগ্য ফলাফল দেয় না। তাই তৃতীয় পক্ষের ঝুঁকিপূর্ণ অ্যাপ ব্যবহার না করে সরাসরি ফেসবুক থেকেই যাচাই করা উত্তম। আপনার টাইমলাইনে গিয়েActivity Logএর পাশে থাকা তিনটি ডট (…) ক্লিক করুন এবংView Page Sourceসিলেক্ট করুন। একটি নতুন উইন্ডোতে কোড দেখা যাবে। ভয় পাওয়ার কিছু নেই। সেখানেCtrl + Fচাপুন এবং সার্চ বক্সে লিখুনInitialChatFriendsList। এই লাইনের পাশে একাধিক নম্বর দেখতে পাবেন। এগুলোই আসলে সেই ব্যবহারকারীদের Facebook আইডি, যারা আপনার প্রোফাইল ভিজিট...