২৬ সদস্যের দল দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সেলেসাওরা এমাসে এশিয়ায় সাউথ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। রিয়াল মাদ্রিদের দুই তারকা রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়র জায়গা পেলেও আবারও ডাক পাননি নেইমার। বাদ পড়েছেন বার্সেলোনা তারকা রাফিনহা। বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছিল ভিনিসিয়াসকে। রিয়ালে নিয়মিত না হওয়ায় তার সতীর্থ রদ্রিগোকে আগে স্কোয়াডের বাইরে রেখেছিলেন আনচেলত্তি। এদিকে ২০২৩ সালের অক্টোবর থেকে ব্রাজিল জার্সিতে না খেলা নেইমার আবারও চোটে পড়েছেন বলে খবর। বাঁ-পায়ের ঊরুর চোটে তাকে দলে রাখেননি কোচ। ১০ অক্টোবর সাউথ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। খেলা হবে সিউলে। সেলেসাওরা ১৪ অক্টোবর জাপানের বিপক্ষে খেলবে টোকিওতে।...