অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল অভিনেত্রী আনা দে আরমাসের সঙ্গে সম্পর্কে রয়েছেন হলিউড তারকা টম ক্রুজ। আর সেই প্রেমকে স্থায়ী ও প্রতিষ্ঠিত করতে বিচিত্র পরিকল্পনা করছেন ‘মিশন ইম্পসিবল’ অভিনেতা। জানা গেছে মহাকাশে বিয়ের পরিকল্পনা করছেন টম ক্রুজ-আনা। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি তারা। যদিও টম ও আনার বাগদান সম্পন্ন হয়নি। এমনকি তারকা যুগল তাদের সম্পর্ক নিয়েও মুখ খোলেননি। তবে আনাকে নিয়ে যে টম বড় কিছু ভাবছেন, তাই শোনা যাচ্ছে ঘনিষ্ঠ মহলে। শুধু তা-ই নয়, তারা ‘মিশন ইমপসিবল’-এর স্টান্টের মতোই রোমাঞ্চকর করে তুলতে চান তাদের বিশেষ মুহূর্ত। সূত্রের খবর অনুযায়ী, টম মহাকাশ ভ্রমণ নিয়ে অবসেসড। সুতরাং, মহাকাশে বিয়ে বিষয়টি টমকে বেশ এক্সাইটেড করে তুলেছে বলে শোনা যাচ্ছে। স্পেসে...