ঢাকা: বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন ২০২৫ সালের জন্য ডেটা সায়েন্টিস্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম ঘোষণা করেছে। এই পেইড ইন্টার্নশিপে অংশগ্রহণ করতে পারবেন কম্পিউটার সায়েন্স, মেশিন লার্নিং, ইঞ্জিনিয়ারিং ও সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স স্তরের শিক্ষার্থীরা। ইন্টার্নশিপ বছরের যে কোনো সময় শুরু করা যাবে।ইন্টার্নশিপের সময়কাল: তিন থেকে ছয় মাস।শুরু করার সময়: বছরের যেকোনো সময়।আয়োজক দেশ: ইউরোপের একাধিক দেশ (অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, রোমানিয়া, স্পেন ও যুক্তরাজ্য)।সুযোগ-সুবিধা—*আকর্ষণীয় ভাতা বা স্টাইপেন্ড;*অভিজ্ঞ ম্যানেজার ও মেন্টরের কাছ থেকে দিকনির্দেশনা;*শীর্ষ সম্মেলনে গবেষণাপত্র প্রকাশের সুযোগ;*নেটওয়ার্কিং ইভেন্ট ও এক্সক্লুসিভ প্রোগ্রামে অংশগ্রহণ;*ডেটা সায়েন্স ও মেশিন লার্নিং ক্যারিয়ারে উন্নতির সুযোগ;আবেদনের যোগ্যতা—*সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি থাকতে হবে;*ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে;*মেশিন লার্নিং, অপ্টিমাইজেশন, স্ট্যাটিসটিকস, প্রসেস কন্ট্রোল বা অনুরূপ বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে;*পাইথন, এসকিউএল ও আর–এর মতো প্রোগ্রামিং বা ডেটা...