০২ অক্টোবর ২০২৫, ০১:০৯ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০১:০৯ পিএম জুলাই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা, দারিদ্র ও বৈষম্য দূর করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে রুকন ও সব স্তরের জনশক্তিকে মাঠে আপোষহীন ভূমিকা পালন করার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। বৃহস্পতিবার (২ অক্টোবর) বাড্ডা‑রামপুরা জোন জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, পরিচালনা করেন বাড্ডা উত্তর থানা জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা‑১১ আসনে জামায়াত মনোনীত সংসদপ্রার্থী অ্যাড. আতিকুর রহমান। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সেলিম উদ্দিন বলেন, রুকনিয়াত কোনো পদ নয়—এটি...