০২ অক্টোবর ২০২৫, ০১:১৫ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০১:১৫ পিএম শাস্ত্রীয় সংগীত দুনিয়ার কিংবদন্তি ভারতীয় শিল্পী ছান্নুলাল মিশ্র মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনের বরাতে ছান্নুলাল মিশ্রের কন্যা নম্রতা মিশ্র জানিয়েছেন, বুধবার (১ অক্টোবর) রাত থেকে শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উত্তরপ্রদেশের মির্জ়াপুরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গেছে, কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন ছান্নুলাল মিশ্র। বাড়িতেই চিকিৎসা চলছিল তার। গেল ১১ সেপ্টেম্বর অবস্থার অবনতি হলে মির্জাপুর মেডিকেল কলেজের ১৫ জন চিকিৎসকের একটি দল তার চিকিৎসা করছিল। ১৯৩৬ সালের ৩ আগস্ট উত্তরপ্রদেশের হরুহরপুরে জন্মগ্রহণ...