০২ অক্টোবর ২০২৫, ১২:৫৯ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০১:০১ পিএম ঘরের ভেতরে সাজসজ্জা আর পরিবেশবান্ধব আবহ তৈরির জন্য পাত্রে পাত্রে গাছ রাখা এখন খুবই সাধারণ বিষয়। এসব ইনডোর প্ল্যান্ট বাতাসের দূষণ কমাতেও সাহায্য করে। কিন্তু জানেন কি, সেই গাছই আবার আপনার ওয়াইফাই নেটওয়ার্কের গতি কমিয়ে দিতে পারে? সম্প্রতি ব্রডব্যান্ড জিনি নামের একটি প্রতিষ্ঠানের গবেষণায় উঠে এসেছে, ঘরের ভেতরে রাখা গাছপালা ওয়াইফাই সংযোগের গতি কমানোর পেছনে ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে, যদি রাউটারকে গাছ থেকে সরিয়ে নেওয়া যায়, তাহলে ইন্টারনেটের স্পিড এক তৃতীয়াংশেরও বেশি বেড়ে যেতে পারে। গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী, ইনডোর প্ল্যান্টের ভেজা মাটি আর মোটা পাতাগুলো ওয়াইফাই সিগন্যালকে শোষণ করে নেয় বা প্রতিফলিত করে। ফলে সিগন্যাল দুর্বল হয়ে যায়, আর তার সরাসরি প্রভাব পড়ে নেটের গতিতে। ছোট কোনো...