বিজয়ী দশমীতে উমার বিদায় দিতে হয়। এসময় ভক্তকুলের হৃদয় ভারাক্রান্ত থাকে। কিন্তু কৈলাসে ফিরতে বিদায়বেলায় দশমী তিথিতে কেন কোলাকুলি, সিঁদুর খেলায় মেতে ওঠেন সবাই। মিষ্টিমুখও করেন। এমন অনেক প্রশ্ন অনেকের মনে আসতে পারে।হিন্দু শাস্ত্র অনুযায়ী এর ব্যাখ্যা আছে। খবর ইণ্ডিয়া এক্সপ্রেস বাংলার বাইরে ভারতের অন্য প্রান্তে বিজয়া দশমীকে দশেরা হিসেবে পালন করা হয়। অশুভকে হারিয়ে শুভর জয়ের দিন। রাবণ দহন করা হয়। শাস্ত্রমতে পুরাণ অনুযায়ী, টানা ৯ দিনের যুদ্ধের পর শুক্লপক্ষের দশমী তিথিতে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন। তাই তিথি অনুযায়ী বিজয়া দশমী। আবার রাম-রাবণের যুদ্ধও সেদিন শেষ হয়েছিল। তবে বাংলায় বিজয়া দশমী তিথি একটু অন্যরকম। উমার বিদায়বেলায় একসময়ে বাংলায় নীলকণ্ঠ পাখি ওড়ানো হত। কোথাও তোপ দেগে, বন্দুক চালিয়ে মাকে বিদায় জানানো হত। তারপর চলত বিজয়ার পালা। মিষ্টিমুখ, কোলাকুলি, বড়দের...