শ্রীলঙ্কায় বসেছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের আসর। আগামী রবিবার লিগ পর্বে ভারত মুখোমুখি হবে পাকিস্তানের। সম্প্রতি শেষ হওয়া ছেলেদের এশিয়া কাপে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেনি ভারত। নারী বিশ্বকাপেও ভারতীয় খেলোয়াড়দের এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলেই জানিয়েছে দেশটির গণমাধ্যম। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, গত বুধবার ভারতীয় দল বিমানে ওঠার আগে তাদের এই নির্দেশনা দেওয়া হয়। বিবিসিআই সূত্র জানিয়েছে, ‘দলকে জানানো হয়েছে, পাকিস্তান দলের সঙ্গে হ্যান্ডশেক করা যাবে না। ভারতীয় বোর্ড তাদের খেলোয়াড়দের পাশে থাকবে।’ ম্যাচটি ঘিরে ইতোমধ্যেই ভারত-পাকিস্তান ক্রিকেটে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। ছেলেদের এশিয়া কাপে ভারত তিন বার পাকিস্তানের মুখোমুখি হয়েছিল, যার মধ্যে ছিল...