সীমান্ত শুধু কাঁটাতারের বেড়া নয়; এটি প্রতিবেশী দেশের প্রতি বিশ্বাস এবং আস্থার প্রতীকও বটে। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত সেই আস্থার রীতি ভেঙে দিয়েছে। কূটনৈতিক শিষ্টাচার ও মানবিকতার ন্যূনতম মানদণ্ড উপেক্ষা করে মানুষকে ঠেলে দিচ্ছে বাংলাদেশ সীমান্তের এপারে। এটি এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের শত্রু শত্রু খেলা নয়, বরং শত্রুতার আড়ালে দুর্বল মানুষের জীবনকে নির্মমভাবে ব্যবহার করার এক কৌশল। ইতিহাসের পুরোনো বিভাজনের দাগগুলো নতুন করে রক্তাক্ত হচ্ছে ভারতের এই ‘পুশ-ইন’ নীতির কারণে। ‘পুশ-ইন’ বলতে বোঝায়—যে প্রক্রিয়ায় আনুষ্ঠানিক প্রত্যাবাসন চুক্তি বা আইনি যাচাই ছাড়া জোর করে এক দেশ থেকে অন্য দেশে মানুষ ঠেলে পাঠানো হয়। নানা দেশে অভিবাসন ও সীমান্ত রাজনীতির জটিলতায় এই শব্দটি ব্যবহৃত হয়। মেক্সিকো সীমান্তে যুক্তরাষ্ট্র প্রায়ই এমনটা করে থাকে বলে খবর পাওয়া যায়। ভারত করছে বাংলাদেশ সীমান্তে, যাচাই-বাছাই...