এশিয়া কাপে গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানকে হারানোর কয়েক দিনের মধ্যে আবারও সেই একই প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার শারজায় শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। রাত ৯টায় ম্যাচটা দেখাবে টি স্পোর্টস। এই লড়াইয়ে বাংলাদেশ ভিন্ন মিশনে নামবে তাতে সন্দেহ নেই। মুখোমুখি লড়াইয়ে আফগানরা একটু হলেও এগিয়ে। জাকের আলীর দলের লক্ষ্য হবে হেড-টু হেডে সমতা ফেরানো। এখন পর্যন্ত ১৩ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে তারা। আফগানিস্তান জিতেছে ৭টিতে, বাংলাদেশ জিতেছে ৬টি। তবে শেষ চার টি-টোয়েন্টিতে বাংলাদেশের ফলাফল একচেটিয়া। আফগানদের বিপক্ষে মাত্র একবার হেরেছে বাংলাদেশ। সর্বশেষ দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে সিলেটে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এই সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী এশিয়া কাপের ব্যাটিং ব্যর্থতাকে শুধরে নেওয়াকে লক্ষ্য হিসেবে নিচ্ছেন, ‘আমাদের মূল লক্ষ্য হবে ব্যাটিং ইউনিট হিসেবে পারফর্ম করা। কারণ ব্যাটিংয়ের কারণেই টুর্নামেন্টে আমরা...